লাইসেন্সে ইস্যু: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিম্নবর্ণিত লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করে থাকে-
ক্রমিক নং |
লাইসেন্স/পারমিট/পাস |
১। |
মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজত করণ লাইসেন্স |
২। |
মাদকদ্রব্য আমদানী/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর লাইসেন্স |
৩। |
মাদকদ্রব্য আমদানী/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর ছাড়পত্র |
৪। |
মাদকদ্রব্য খুচরা বিক্রয়ের লাইসেন্স |
৫। |
মাদকদ্রব্য ব্যবহারের পারমিট |
৬। |
মাদকদ্রব্য বহন পরিবহন পাস |
৭। |
মদ বিক্রয়/মদ পানের বার লাইসেন্স |
৮। |
খুচরা মদ বিক্রয়ের অফ লাইসেন্স পৌর এলাকায় অন্যান্য এলাকায় |
৯। |
প্রিকারসর কেমিকেলস্ আমদানী/খুচরা বিক্রয়/ব্যবহারের পারমিট আমদানী খুচরা বিক্রয় ব্যবহার |
১০। |
এলকোহল উৎপাদন (ডিষ্টিলাড়ী/ব্রিউয়ারী) লাইসেন্স |
১১। |
মদ্য পানের পারমিট বিলাতি মদ দেশী মদ |
১২। |
বেসরকারী মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র স্থাপনেরলাইসেন্স ১০ বেড পর্যন্ত ১০ বেডের উর্দ্ধে |
১৩। |
বেসরকারী সংস্থা (NGO)নিবন্ধন |
ক) উপরোক্ত লাইসেন্স পারমিট পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
খ) আবেদন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্য্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
গ) অধিদপ্তরের web site: www.dnc.gov.bdথেকেও ফরম সমূহ download করা যাবে।
ঘ) পূরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই-বাছাইয়ের পর সরেজমিন তদন্তক্রমে উপযুর্ক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করা হবে।
ঙ) পূরণকৃত ফরম প্রধান কার্যালয়/সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক অফিসে দাখিল করা যাবে।
চ) আবেদন ফরমে উল্লিখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।
ছ) বিভিন্ন প্রকার লাইসেন্স/পারমিটের জন্য বর্তমানে বলবৎ বিধি / আইন অনুযায়ী ফি প্রদান ট্রেজারীর চালানের মাধ্যমে(১-২২৭৩-০০০০-১০০১)কোডে জমা দিয়ে জমার রশীদ আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ গ্রহণ করা যাবে না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS